মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না: শিক্ষা উপদেষ্টা
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৪:১৫
মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না: শিক্ষা উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোন গাফিলতি ছিল না। সরকার চাইলে পদত্যাগ করার কথা জানালেন, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।


বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না। প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।


পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা। একপর্যায়ে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়।


এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আমার পদত্যাগের বিষয়ে নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেব না। সরকার যদি মনে করে, এক্ষেত্রে আমার কোনো ব্যত্যয় ঘটেছিল, তাহলে দায়িত্ব আঁকড়ে ধরে থাকার কোনো অভিপ্রায় নেই।


তিনি আরও বলেন, মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক।


এ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। আলাদা করে আমাদের প্রকাশের দরকার হয় না।


প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।


সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। অন্যদিকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান।


মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মঙ্গলবার রাত পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com