সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় পরিবার; লাশ নিয়ে রাজনীতি না করার আহ্বান
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:৫৪
সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় পরিবার; লাশ নিয়ে রাজনীতি না করার আহ্বান
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ আবদুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার।


মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এ দাবি জানান। একইসাথে সাজিদের লাশ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তারা।


এসময় সাজিদের বাবা আহসান হাবিবুলাহর সাথে তার চাচা, ভগ্নিপতি ও তাদের প্রতিবেশী হোসনি মোবারক উপস্থিত ছিলেন। এছাড়াও ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি উপস্থিত ছিলেন।


তারা বলেন, মূলত তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কে জানতে আমরা ক্যাম্পাসে এসেছি। আমরা দুই তদন্ত কমিটি ও উপ-উপাচার্যের সাথে কথা বলেছি। তাদের কাছে তদন্তের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে রিপোর্টে যেটা আসবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবো। যদি হত্যা হয়ে থাকে তাহলে আমরা তার সুষ্ঠু বিচার চাচ্ছি।


তারা আরও বলেন, সাজিদ আবদুল্লাহর ঘটনাকে কেন্দ্র করে কেউ কোন রাজনীতি করুক সেটা আমরা চাইনা। বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তারা সবাই আমার সন্তান। তারা যেন সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হোক। এটাকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করুক সেটা আমরা চাই না।


এছাড়া সাজিদের মৃত্যুর ঘটনায় তার পরিবার থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, প্রাথমিকভাবে জিডি করা হয়েছে। বিষয়টা নিয়ে আমরা আপাতত আর কিছু করতে চাচ্ছি না। সুষ্ঠু তদন্তের পর যদি সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পরের দিন সকাল সাড়ে ৯টায় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের আনুমানিক ৩০ ঘন্টা আগে সাজিদ মারা যায় বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।


এদিকে পুকুর থেকে সাজিদের মরদেহ ভেসে ওঠার পর থেকেই তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। বর্তমানে দুই তদন্ত কমিটি রহস্য উদঘাটনে কাজ করছে।


বিবার্তা/তাজমুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com