হিলিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৪:৪২
হিলিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর থানাধীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম।


শনিবার(২১ অক্টোবর) রাত দশটার দিকে সরেজমিনে এসে পৌরসভার চন্ডিপুর সার্বজনীন পূজামণ্ডপ ও গোহাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


পূজামণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি পূজামণ্ডপের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া, পৌর কাউন্সিলর ও চন্ডিপুর সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু, সাধারণ সম্পাদক পলাশ বসাক, কাউন্সিলর শামীম সরদারসহ অনেকে।


হাকিমপুর হিলি উপজেলায় এবছর ২১টি পূজামণ্ডপে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি পুলিশ ও বিজিবি সদস্য সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com