ডিমলায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৭:৪৪
ডিমলায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কয়েক দিনের টানা তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে নীলফামারীর ডিমলায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।


২৭ এপ্রিল, শনিবার সকালে উপজেলার পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করা হয়।নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নানা বয়সী বিভিন্ন পেশার প্রায় সহস্রাধিক মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নিয়ম-কানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন।


নামাজ শেষে দুই হাত তুলে গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর নিকট মোনাজাত করেন তারা।


নামাজে ইমামতি করেন, পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের হাফেজ মাওলানা ছাইফুল ইসলাম।


তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।


বিবার্তা/সুজন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com