শিরোনাম
রাজবাড়ীতে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৯:৩৯
রাজবাড়ীতে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে মাদক মামলায় পারভীন (৪৬) ও তার স্বামী সামসুল মণ্ডলকে (৫২) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার দুপুরে রাজবাড়ীর ১ম আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দ মাশফিকুল ইসলাম এ রায় দেন। বিকেলে আদালতের বেল সহকারী (পেশকার) সৈয়দ আলী আক্কাছ এ তথ্য জানান।


আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২১ জুলাই বিকেলে জৌকুড়া গ্রামের বাসিন্দা সামসুল ও তার স্ত্রী পারভীনের বসতবাড়ি ঘেরাও করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় বসতবাড়ির সাববাক্স থেকে ৪ বোতল ফেনসিডিলসহ পারভিনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আমিরুজ্জামান বাদী হয়ে পারভিন ও তার স্বামী সামসুলকে আসামি করে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করেন। দীর্ঘ ৫ বছর পর এ মামলার রায়ে আদালত ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


মামলায় রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক।


বিবার্তা/শিহাব/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com