শিরোনাম
রাজধানীতে মাদকবিরোধী মানববন্ধন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৭
রাজধানীতে মাদকবিরোধী মানববন্ধন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস কর্মসূচি সফলের লক্ষ্যে রাজধানীর শনিরআখড়ায় মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


রিলেশন ফোরাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে সোমবার এ কর্মসূচি পালন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন নারটিকসের পরিচালক (নিশি) কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।


এসময় অন্যান্যের অধিদফতরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া, ঢাকা মেট্রো (উপ-অঞ্চলের) উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, সহকারি পরিচালক (উঃ) খুরশিদ আলম, সামশুল আলম (দঃ) প্রমুখ উপস্থিত ছিলেন।


মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সুসজ্জিত হাতি, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র ও মাদকবিরোধী সঙ্গীতের তালে তালে স্থানীয় লোকজন ছাড়াও পথচারীরা অংশ নেয়। র‌্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে দনিয়া বিশ্ববিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন, মাদক মানুষকে ধবংসের পথে ঠেলে দেয়। আর এই ধবংসের হাত থেকে নিজে বাঁচতে হলে, দেশকে বাঁচাতে হলে সচেতনতার পাশাপাশি আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন সুন্দর বাংলাদেশ গড়তে আমরা সবাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।


বিবার্তা/বিজ্ঞপ্তি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com