মেজর পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৭:৩৭
মেজর পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর দক্ষিণখান থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত প্রতারকের নাম রাজিবুল হাসান রকি (৩০)। তিনি বগুড়া আদমদিঘীর তানজির হাসানের ছেলে।


১২ জুন, সোমবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকার কাওলা রোডস্থ হাজী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া।


তিনি জানান, গত ৬ মার্চ রাজিবুল হাসান রকি এক ব্যক্তির ছোট ভাই এর প্রয়োজনীয় সকল কাগপত্রসহ ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি এর সামনে হাজির থাকতে বলে। চাকরির নিয়োগপত্র নিতে হলে অফিসিয়াল খরচ বাবদ ৪০ হাজার টাকা দিতে হবে বলে জানায়। এরপর রকি টাকা সংগ্রহ করে চলে যায়। এরপর ৯ মার্চ রাত ৯টায় ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি এর সামনে গিয়ে ভুয়া মেজর রাজিব আহমেদের মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বর দুইটি বন্ধ পায় ভুক্তভোগী। পরে তিনি র‌্যাবে অভিযোগ করেন।


তিনি আরও জানান, সম্প্রতি রকি নামে এই প্রতারক আরও ১৫ জনের মতো ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। তিনি মূলত কিছু করেন না। প্রতারণাই তার পেশা।


এসময় তার কাছ থেকে দুটি র‌্যাক বেজ, একটি ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র, তিনটি ভুয়া চিকিৎসাবহি, নগদ সাড়ে ৪ হাজার টাকা, দুটি ক্রেডিট কার্ড, একটি হাত ঘড়ি, একটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন, ৮ সিম কার্ড, দুটি ব্যাগ, একটি চেক বহি, তিনটি স্ট্যাম্প, অন্যান্য কাগজপত্রের সাথে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজ ছবি উদ্ধার করা হয়।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com