বিত্তবান শ্রেণিকে শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আহবান উপাচার্য মশিউর রহমানের
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৯:১৫
বিত্তবান শ্রেণিকে শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আহবান উপাচার্য মশিউর রহমানের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সমাজের বিত্তবান শ্রেণিকে শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তার আহবান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।


তিনি বলেন, ‘আজকে সারাদেশে আমাদের যে শতবর্ষী কলেজগুলো রয়েছে, সেগুলো ব্যক্তি উদ্যোগে তৈরি হয়েছিল। হাজার বছর ধরে এসব প্রতিষ্ঠান আলো ছড়াবে। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যদি বিত্তবান শ্রেণি সহায়তার সুযোগ অবারিত করে দেয় তাহলে সমাজ বদলে যাবে। আমরা বিশ্বমানের আলোকিত নাগরিক তৈরি করতে পারবো।’


১৫ মে, সোমবার রাজধানীর মিরপুরে হারুণ মোল্লা ডিগ্রি কলেজের নবীনবরণ ও পিকনিক অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ এর বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।


শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে (আইসিটি) দক্ষতা অর্জনের আহবান জানিয়ে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা ঘরে বসেই ডিজিটাল সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের একজন আইসিটি এক্সপার্ট হতে পার। স্মার্ট বাংলাদেশ তাই যার মাধ্যমে তুমি স্বপ্ন দেখবে পৃথিবীর অন্য দেশের যোগ্য মানুষদের মধ্যে তুমি নিজেকেও সামিল করবে। তোমার সামনে অবারিত সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে হবে।’


উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বলেছিলেন প্রচলিত সমাজ ব্যবস্থা আমি ভেঙে ফেলব। সে কারণে পিতাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু যে চার মূলনীতির বাংলাদেশ করতে চেয়েছিলেন সেটি যদি হতো, তাহলে আজকে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বলে শুধু তা নয়। বাংলাদেশ বাংলাদেশই হতো। যে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিত অনন্য উচ্চতায়। আমাদের দুর্ভাগ্য পিতাকে হারিয়েছি।’


শিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পদক্ষেপ গ্রহণ করবে জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আমরা চাই এই সমাজ অনন্য আলোয় আলোকিত করতে। আমাদের প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে তৈরি করতে। মনে রাখবেন, পৃথিবী যখন যুদ্ধ করে, বাংলাদেশ তখন লাখো শরণার্থীকে আশ্রয় দেয়। এটিই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাংলাদেশ। মানবিকতায় বাংলাদেশ অনন্য হবে। আমরা যুদ্ধবিহীন এক পৃথিবী চাই। যেখানে
শান্তি, প্রগতি এবং মানবিকতার কেতন উড়াবে বাংলাদেশ।’


অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এখলাস উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হারুণ মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুর রাজ্জাক।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com