নগদ নাকি বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে শুনলাম, সাকিব-তামিম-জায়েদ খানদের নিয়ে গসিপ উপহার দিচ্ছে কিন্তু প্রতিবন্ধীভাতা,বয়স্কভাতার নিরাপত্তা দিতে পারছে না!
একজন বয়স্ক মানুষ যখন তার ভাতার টাকা হারিয়ে হাউমাউ করে কান্না করে সেটার দায় নগদ এড়াতে পারে না।
একজন প্রতিবন্ধী মানুষ যখন তার তিন মাসের টাকা একসাথে হারিয়ে ফেলে তখন এই বাড়ি দেয়া,গাড়ি দেয়ার প্রচারণা উপহাস মনে হয়।
সফটওয়্যার ব্যবস্থার আরো নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। শুধু পিন নম্বর নিয়েই টাকা তুলে ফেলবে এটার পরিবর্তন দরকার। শুধু নগদ নয়, বিকাশ, রকেটের মাধ্যমেও মানুষ প্রতারিত হচ্ছে।
ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বাড়ুক আগে, এরপর না হয় জায়েদের সোনার তৈরি মোবাইল পানিতে ফেলার গল্প শুনবো! এরপর না হয় ক্রিকেটারদের ফেক গ্রুপিংয়েরগল্পশুনবো!
লেখক : কামরুল হাসান সোহেল (বিপিএএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা, শরীয়তপুর।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]