শিরোনাম
সূবর্ণচরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
প্রকাশ : ১৮ মে ২০১৭, ০১:০২
সূবর্ণচরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন জনের মৃত্যু হয়েছে।


বুধবার রাত ৭টার দিকে ওই উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন ওই ইউনিয়নের কেরামতপুর গ্রামের হাজী আবদুল্লা সর্দারের ছেলে ওমর ফারুক (১০) ও তার মেয়ে বিবি আমেনা (৭)। একই ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের আলা উদ্দিনের ছেলে আল আমিন (২৯)।


স্থানীয় ৩নং চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে ফারুক ও তার বোন আমেনা তাদের পুকুরে যায় হাত ও মুখ পরিষ্কার করার জন্য। পরে তারা দুই জন আর ঘরে ফিরে আসেনি। ওই সময় পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাই ও বোনের ভাসমান লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।


তিনি আরো জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের খালার বাড়িতে বেড়াতে এসে আল আমিন নামে আরো এক যুবক পুকুরের পানিতে ডুবে মারা যায়।


চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন ২ শিশু ও ১ যুবক পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি বুধবার রাত ১০টার দিকে নিশ্চিত করেন।


বিবার্তা/সুমন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com