শিরোনাম
ফুলবাড়ীয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১৫:০৫
ফুলবাড়ীয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।


রবিবার রাতে ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক রফিক সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন।


ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।


ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে রবিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও ভ্যানচালক সফর আলী মারা যান।


অধ্যাপক আবুল কালামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে সফর আলীর ভাই হযরত আলী বাদী হয়ে রবিবার রাতে অপমৃত্যুর মামলা করেছেন।


এদিকে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় সোমবার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।


বিবার্তা/রাহাত/নাজিম


>শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com