
নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন (৫৩) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এ ঘটনা ঘটে। তার মরদেহ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত লোকমান হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
লোকমান আলীর ছোট ভাই বাবু প্রামানিক বলেন,আমরা ৬জন মিলে এক নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাই। রাত আনুমানিক ২টার দিকে নৌকা থেকে জাল পানিতে ছেরে দেওয়ার পর পরই হঠাৎ করে ঝড় উঠে আমাদের নৌকা পানিতে ডুবে যায়। এসময় যে যার মতো সাঁতার কাটিয়ে কিনারে উঠলেও আমার ভাই আর ওঠতে পারেনি। তাকে অনেক খোঁজা খুঁজি করেও সন্ধান করতে পারিনি। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলের মধ্যে আমার ভাইয়ের ভাসমান লাশ পাওয়া যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]