
টাঙ্গাইল পৌরশহরের পার্ক বাজারে নিষিদ্ধ ঘোষিত ২ হাজর ৬৭১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ অভিযান
পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ পলিথিনের চালান আনার অপরাধে দোকান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।
এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলিথিনের চালানটি জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে র্যাব-১৪ এর টিম সার্বিকভাবে সহযোগিতা করেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]