নির্বাচনী আমেজে মুখর জাবি, প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১
নির্বাচনী আমেজে মুখর জাবি, প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনী হাওয়ায় দুলছে পুরো ক্যাম্পাস। প্রচার-প্রচারণায় তুঙ্গে ক্যাম্পাস এলাকা,পঞ্চম দিনের মতো চলছে এ প্রচারণা, চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।


এদিকে বিভিন্ন হল থেকে শুরু করে, সড়ক ও মহাসড়কের আশপাশে হোটেল রেস্তোরাঁগুলোতে চলছে ভোটের প্রচারণা। নির্বাচনী আমেজে মুখরিত এখন পুরো ক্যাম্পাস।


কেন্দ্রীয় সংসদ (জাকসু) নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১০জন,জিএস পদে ৯জন, এজিএস (ছাত্র) ১০, এজিএস (ছাত্রী)পদে ৬জন প্রতিদ্বন্দিতা করছেন। বাকিরা অন্যান্য পদে লড়ছেন। জাকসু নির্বাচনে ৭টি প্যানেল ঘোষিত হয়েছে ইতোমধ্যেই।


প্যানেল ছাড়াও,স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন বিভিন্ন পদে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে অর্ধেকই ছাত্রী ভোটার। অপরদিকে ২১টি হল সংসদে ১৫টি করে পদে লড়ছেন ৩১৫জন প্রার্থী নির্বাচনকে ঘিরে, শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের মাঝেও চলছে উৎসবের আমেজ।


দীর্ঘ দিনের রেকর্ডকে পিছনে রেখে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই ভোটটি দিতে চান। এদিকে,জাকসু নির্বাচনকে অবাদ, নিরপেক্ষ নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।


এ নির্বাচন যেন, কোন পেশি শক্তি দ্বারা প্রভাবিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেনপ্রার্থীরা।


ইতোমধ্যে, ছাত্র দল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল,স্বতন্ত্র শিক্ষার্থী সমমিলন, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে ৭টি প্যানেল ঘোষণার মধ্য দিয়ে প্রার্থীগণ প্রচার-প্রচারণার ব্যস্ত সময় পার করছেন। এখন ক্যাম্পাস এলাকায় বইছে, নির্বাচনী উৎসবের আমেজ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com