
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের খোদ-কালিহর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একটি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন এবং একটি ষাঁড় গরু লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক (৫৯) গৌরীপুর বৃহস্পতিবার ১২ জুন থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন বুধবার (১১ জুন) দুপুর প্রায় ১টায় পূর্ব বিরোধের সূত্র ধরে অভিযুক্ত ১৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ আজিজুল হক, মোঃ মঞ্জুরুল হক, মোঃ এনামুল হক, মোঃ নূরনবী, আইয়ুব নবী, মোঃ ঈশা নবীসহ মোট ১৮ জন।
অভিযোগে বলা হয়, আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর আলম (২৩) গালিগালাজ বন্ধ করতে বললে ১নং অভিযুক্ত আজিজুল হক তাকে রামদা দিয়ে মাথায় কোপ দেয়, যার ফলে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে শাহজাহান মিয়া (৫০) ও মোঃ মাজেদ আলী (৬২) বাঁধা দিতে আসলে তারাও ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা আক্রান্ত হন। শাহজাহান মিয়ার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় এবং মাজেদ আলীর চোখের উপরে রক্তাক্ত জখম হয়।
এছাড়াও অন্যান্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ওপরও হামলা চালানো হয় এবং শাহজাহান মিয়ার গোয়াল ঘর ভাংচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা ১টি ষাঁড় গরু লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া ও মাজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ ধরনের বর্বরোচিত হামলা এই এলাকায় দীর্ঘদিনের মধ্যে দেখেননি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে গৌরীপুর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, অভিযোগটি পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]