আশুলিয়ায় বাসে আগুন
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৯:১৭
আশুলিয়ায় বাসে আগুন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রবিবার (১৮ মে) রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনের পাশে পার্ক করা লব্বাইক পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতে ডিইপিজেড–সংলগ্ন এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় (পার্ক) করিয়ে রাখা ছিল। রাত পৌনে ১২টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন পথচারীরা। পরে তাঁরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


বাসটির চালকের সহযোগী সফিকুল ইসলাম বলেন, ‘গাড়ি রেখে গোসল করতে যাই। যাওয়ার ১০ মিনিটের মধ্যেই শুনি গাড়িতে আগুন লাগছে। কেউ শত্রুতা করে আগুন ধরাইয়া দিছে৷ গাড়ির জানালার গ্লাসসহ সব আটকানো ছিল। ইঞ্জিন গরম হয়ে যে আগুন ধরবে, সেটাও না। গাড়ি তো এক-দেড় ঘণ্টা ধরে দাঁড় করানো। গাড়িতে কয়েল বা এমন কিছুও জ্বালানো হয় নাই।’


ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘রাত ১১টা ৫৮ মিনিটে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সব আসন পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্তের আগে বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ হয়তো সিগারেট বা এমন কিছু ফেলেছিল, যার কারণে আগুন লেগেছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com