
বান্দরবান জেলার লামা উপজেলায় কিশোর গ্যাং টেঙ্গার বাহিনী প্রধান বাবুল শরীফকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
২৬ এপ্রিল, শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মালুম্মা এলাকা থেকে তাকে গ্রেফাতর করা হয়।
গ্রেফতারকৃত বাবুল শরীফ মালুম্মা গ্রামের বাসিন্দা গোলাম শরীফের ছেলে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন ও নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে বাবুল শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং তৈরি করে চুরি, ডাকাতি সহ নানা অপকর্ম করে আসছিল। এসব ঘটনায় বাবুল শরীফের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]