সাভারে বাসাবাড়িতে তৈরি হচ্ছে নকল ইনোসহ শিশু খাদ্য
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২
সাভারে বাসাবাড়িতে তৈরি হচ্ছে নকল ইনোসহ শিশু খাদ্য
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে টিবিএস ফুড প্রোডাক্ট নামে নকল ইনো তৈরির কারখানা অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে ভেজালজাত খাবার পণ্য।


সরজমিনে দেখা যায়, আশুলিয়ার নরসিংহপুর গুমাইল স্কুল অ্যান্ড কলেজ রোড এলাকার বাড়িওয়ালা ওয়াসিমের ভবনে টিবিএস ফুড প্রোডাক্ট অবৈধভাবে বাসাবাড়িতে বিভিন্ন রাসায়নিক ক্যামিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এসব নকল ইনোসহ শিশু খাদ্য। এতে করে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে জনস্বাস্থ্যে চরম হুমকির মুখে।


এ বিষয়ে টিবিএস ফুড প্রোডাক্ট-এর মালিক আরিফ ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি। তবে তিনি দাবি করেন তার কারখানায় নকল ইনো তৈরি হয় না এবং সব কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।


এসব নকলজাত কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com