
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরিষার হলুদ রং ও মন মাতানো সুঘ্রাণে ইতোমধ্যেই বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষক। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ফলন আশানুরূপ হবে।
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে সরিষা একটি গুরুত্বপূর্ণ তেলবীজ ফসল। নতুন জাতের সম্প্রসারণ এবং ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা কমাতে উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলার চান্দুরা, বুধন্তী, চর-ইসলামপুর, পত্তন, ইছাপুরা, চম্পকনগর, হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে সরিষার আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৬১০ হেক্টর জমিতে বারি সরিষা-১৪, ১৭, ১৮ এবং বিনা সরিষা-৪, ৯, ১১, ১২ ও স্থানীয় জাত টরি-৭, কল্যাণী ও সোনালিকা চাষ করা হয়েছে। এর মধ্যে বারি সরিষা-১৪ জাতের আবাদ সবচেয়ে বেশি। বর্তমানে সরিষা-১৬ ও উচ্চ ফলনশীল BINA জাতগুলো কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে।
আমন ধান কাটার পর লাভজনক বিকল্প ফসল হিসেবে কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। আমদানিকৃত সয়াবিন তেলের ওপর নির্ভরতা কমাতে সরকার সরিষা চাষে কৃষকদের বিভিন্ন সহায়তা প্রদান করছে।
বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি মোকাবিলায় এবং ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ৭৫০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীকে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি (MOP) ও ১০ কেজি ডিএপি (DAP) সার প্রদান করা হয়। পাশাপাশি ৫ জন কৃষককে ৫ কেজি মসুর বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম বলেন, “সরকারি এ সহায়তার মাধ্যমে মাঠপর্যায়ের ক্ষুদ্র কৃষকদের সরিষা উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়েছে। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফলন আরও ভালো হবে।”
তিনি আরও জানান, উপজেলার চলমান বিভিন্ন প্রকল্প—লিভ প্রকল্প, কুমিল্লা প্রকল্প ও বিস্ট্রং প্রকল্পের মাধ্যমে সরিষার প্রদর্শনী প্লটে বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া BINA থেকে ১৪২ জন কৃষককে সরিষা বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
চলতি মৌসুমে প্রায় ৭০০ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা থেকে আনুমানিক ২৯০ মেট্রিক টন ভোজ্যতেল উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের তেলের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি বিশেষজ্ঞরা জানান, সরিষার তেল মানবদেহের হার্টের জন্য উপকারী এবং রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]