জারা-তাজনূভাদের চান আমজনতার তারেক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩
জারা-তাজনূভাদের চান আমজনতার তারেক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা, তাজনূভা জাবীনদের আমজনতার দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক তারেক রহমান।


২৮ ডিসেম্বর, রোববার দুপুর ২টা ১০ মিনিটে এক ফেইসবুক পোস্টে তিনি এ আমন্ত্রণ জানান।


তারেক লিখেছেন, “জামাতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।”


ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার খবরের মধ্যে রোববার দুপুরে এনসিপি থেকে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।


আগের দিনই দলটি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যা নিয়ে ফেইসবুকে শোরগোল পড়ে যায়।


নির্বাচনের জন্য প্রার্থীদের মনোয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার বিকাল ৫টায়। এর আগ মুহূর্তে এনসিপিতে চলা অস্থিরতার মধ্যে পদত্যাগীদের নিজের দলে আমন্ত্রণ জানান আমজনতার তারেক রহমান।


তিনি ফেইসবুকে লিখেছেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি তর্কের বিবাদ আছে, কোন অর্থনৈতিক ক্যালেংকারী আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করি নাই।


“নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।”


জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে এনসিপি যাতে যোগ না দেয়, সেজন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার চিঠি দেন ৩০ নেতা। তবে তাতে নাহিদ সাড়া দিয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com