পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪১
পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়া ও সরকারি খাস জমি ডিসিয়ার নেওয়া ঘটনাকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় দুটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।


সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে।


ওই বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ফিল্ম স্টাইলে দেশীয় অস্ত্র মহড়া দিতে থাকেন একটি গ্রুপ। অস্ত্রের ওই মহড়ার নেতৃত্বদেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের ছোট ভাই ছাত্রদল নেতা সোহেল শেখ।


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান ভুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে যুবদল নেতা মো.বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম(২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছাসেবকদল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায়নি।


এঘটনায় দুই গ্রুপের অভিযোগ আওয়ামী লীগের লোকজন নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের উপরে হামলা চালায়।


জানা যায়, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের বড় ভাই বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ শেখ শেখমাঠিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আতিয়ার রহমান (চৌধুরী) নান্নুর ঘনিষ্ঠজন ও তার ছোট ভাই রুবেল শেখ ছাত্রলীগ নেতা তারা দুইজনে সংঘর্ষে জড়ায়।


তবে এসব তথ্য অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বলেন, যুবদল নেতা মো. বদিউজ্জামান ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ পোষা দ্বায়িত্ব নিয়েছেন। বদিউজ্জামান ইউনিয়ন যুবলীগের নেতা মাহফুজ ভূইয়া, উপজেলা কৃষকলীগ সদস্য মাহাবুব ভূইয়া, ৪নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি তৌহিদুল ব্যাপারী, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি এশাদুল ব্যাপারি, ওয়ার্ড যুবলীগের সদস্য ইমাম ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোশাররফ ভূইয়াকে নিয়ে আমাদের উপরে হামলা চালায়।


সংঘর্ষে আহত উপজেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে গত সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদসহ ৪-৫ জনে চাঁদার দাবিতে বাজারের একটি দোকানের সামনে আটক করে। এর আগে গত প্রায় দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা দাবি করে আসছেন। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা সহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে এ খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের উপর হামলা করে।


বিবার্তা/মশিউর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com