
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে
বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রামের রাঙ্গা হোসেন (৩২), বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের আশরাফ আলী (৪০), একই ইউনিয়নের কামুল্যা গ্রামের সাইফুল ইসলাম ভোলা (৪৫), ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের রুবেল হোসেন (৪০), পৌর এলাকার ওমরপুরের আব্দুল জলিল (২৪) ও অজিজুল হক (২৩)।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]