
খুলনার দাকোপে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোজাহিদ গাজি (২৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]