
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর-চাঁদপুর নামক এলাকায় ট্রাক ও অটোরিকশার সংর্ঘষে অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে। এঘটনায় এক শিশু আহত হয়।
সোমবার ৭ মার্চ সন্ধ্যার সময় এ দুর্ঘটনা ঘটে । তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি ।
সদর হাসপাতাল সূত্রে জানাযায়, সন্ধ্যার দিকে এক মহিলার লাশ ও সড়ক দূর্ঘটানয় আহত এক শিশু হাসপাতালে ভর্তি হয় । তাবে তাদের নাম ঠিকানা কেউ বলতে পারেনি । এক ইজিবাইক চালক দুধসর-চাঁদপুর নামক এলাকা থেকে তাদের তুলে এনে রেখে চলে যায় ।
আরাপপুর হাইওয়ে থানার ওসি ফয়সাল আহমেদ জানান, এমন একটি ঘটনা শুনেছি । কুষ্টিয়া থেকে আগত একটি ট্রাক চলন্ত একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় । পরবর্তীতে সেখানে একজন মারা যায় । আমরা ট্রাকটি ট্রেস করার চেষ্টা করছি ।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]