সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ফার্নিচার মার্কেটের ২০ দোকান
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১২:৪৩
সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ফার্নিচার মার্কেটের ২০ দোকান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


বুধবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মক্কীনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।


খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে হঠাৎ আগুণ ধরে। পরে তাৎক্ষণিক দোকান মালিকরা কাচপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।


ঘটনাস্থলে থাকা রাজু নামের এক ব্যক্তি বলেন, আগুনে এখানকার ব্যবসায়ীদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আগুন ধরার পর থেকে এখানে ছিলাম। মূলত মার্কেটটি বন্ধ ছিল, বিদ্যুতের লাইনও বন্ধ, তারপরও কীভাবে আগুন ধরেছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মালিকদের অভিযোগ এখানে কিছু বখাটে ছেলে নেশা করে করে। হয়ত তাদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত।


এ বিষয়ে কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে। মার্কেটটির ছোট ২০টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয়ত বিদুৎতের তার থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ছয় থেকে সাত লাখ টাকা ধারনা করছি। বাকিটা তদন্ত করে তারপর বলা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com