
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে জলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার নির্দেশে ১৫শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে ফোর্ডনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন শামীমের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে ৯শ শাড়ি ও ৬শ লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবীদের উপস্থিতিতে অসহায় মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদ উপহার পেয়ে এক বৃদ্ধা বলেন, শামীম আমাদের এলাকার জন্য গর্ব। সে প্রতিবছর আমাদের সাহায্য করে থাকে। এই উপহার পেয়ে আমরা অনেক খুশি। তিনি আরো বলেন, শামীম নেতা খাদ্য সামগ্রী দেয়ার পাশাপাশি সুখে দুঃখে আমাদের পাশে থাকে এবং ভবিষ্যতে থাকবে বলে দোয়াও করেন তিনি।
সাবেক বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন শামীম বলেন, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই। ঈদ সবার জন্য আনন্দের হোক। আমি প্রতিবছর সাতাশ রমজানে অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার দিয়ে থাকি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এসময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
বিবার্তা/হাবিবুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]