দুই শতাধিক ভ্যান নিয়ে এনসিপির আখতার হোসেনের জনসংযোগ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৬:২৯
দুই শতাধিক ভ্যান নিয়ে এনসিপির আখতার হোসেনের জনসংযোগ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এসময় তার এই জনসংযোগে যোগ দেয় দুই শতাধিক ব্যাটারিচালিত ভ্যান।


বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ‍্যাক্টরি মাঠে জনসংযোগে অংশ নেন আখতার। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।


স্থানীয়রা জানায়, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রংপুরে যান আখতার হোসেন। পরে তিনি জনসংযোগ শুরু করেন নগরের সাতমাথা থেকে। সেখান থেকে শতাধিক ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় যান তিনি। পরে সন্ধ্যায় কাউনিয়া উপজেলার টেপামধুপুর বাজারের কারবালা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন আখতার হোসেন।


আখতার হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রস্তুতি নিচ্ছে। সেই নির্বাচনসহ গণপরিষদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম হয়ে উঠব।


মুখ্য সংগঠকরা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, দেশের জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমরা আশাবাদী, খুব শিগগির নির্বাচনের জন্য নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারব।


তিনি আরও বলেন, আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক ও অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, দেশের মানুষ আর চায় না।


রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব বলে মনে করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com