টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ২১ জন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৩:২৩
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ২১ জন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেলো শিশু-তরুণসহ ২১ জন।


শহরের ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি কিশোর ও তরুণদের নামাজে উৎসাহ জোগাতে এ বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করেন।


বৃহস্পতিবার (২৭ মার্চ ) তারাবির নামাজের পর ২১জন কিশোরদের মাঝে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়।


জানা গেছে, কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা'দ রহমান ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কলেজপাড়া জামে মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা মুফতি সা'দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অত্র মহল্লার ৩০ জন কিশোর ও যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ২১ জন কিশোর ও যুবক পুরস্কারপ্রাপ্ত হয়।



মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেথে অন্যরাও নামাজে আসবে। তিনি বলেন, তরুণ যুবকেরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হবে। এটা ভালো দিক। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোশাধ্যক্ষ নাসির উদ্দিন টিটু সহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাবু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com