জনসচেতনতা ও নৌপথ নিরাপত্তায় কোস্টগার্ডের অভিযান
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:৫৫
জনসচেতনতা ও নৌপথ নিরাপত্তায় কোস্টগার্ডের অভিযান
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।


শুক্রবার(২৮মার্চ) সকাল ১১টায় মোংলা খেয়া পারারার ঘাট ও ফেরিঘাটসহ বিভিন্ন নৌযান ও যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরন, ব্যাগ স্কান করে কোস্ট গার্ড।


কোস্ট গার্ড জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ মার্চ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা, শরনখোলা, খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট ও নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সর্বদা তৎপর রয়েছে কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের এ কার্যক্রম সার্বক্ষণিক অব্যাহত আছে এবং ঈদুল ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায়।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com