
গাজীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৮ মার্চ) সকালে জেলার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজু মিয়া (৩৫) ও জিয়ারুল ইসলাম (৪০)। তবে তাদের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, মুরগি খামারির একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সালনা এলাকায় পৌঁছালে আরেক যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের কনডাক্টর ও পোল্ট্রি ব্যবসায়ী নিহত হন।
নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]