
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের পলাতক হত্যাকারীদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত
আসামি কারাগার থেকে পালিয়ে যাওয়া ও মামলায় পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
একইসঙ্গে আসামি দেওয়াল ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহীতার আওতায় আনার আহ্বান জানান মানবন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এ সময় আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]