
নরসিংদীর মনোহরদীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
এর আগে বুধবার রাতে মনোহরদীর উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া কৃষিশ্রমিক সুমন মিয়া জেলার মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া এলাকার মো: জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, গাজীপুরের শ্রীপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে গত ৯ মার্চ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
গত ২৫ মার্চ সন্ধ্যায় মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া গ্রামের জনৈক আব্দুল আলীর ভুট্টা ক্ষেতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করে ওই গ্রামের সুমন মিয়া (৪২) । এসময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন এ ঘটনায় মনোহরদী থানায় অভিযুক্ত সুমন মিয়াকে আসামি করে মামলা করেন।
পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]