
রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী তাফসিরুল ইসলাম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী পাসপোর্ট অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত তাফসিরুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ফরিয়াগ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। সে আলাদিপুর বেদে পল্লির বাসিন্দা ছিল।
নিহত ওই কিশোরের চাচা মো. জাকিরুল ইসলাম বলেন, আমরা বেদে সম্প্রদায়ের মানুষ বেশ কিছুদিন হলো রাজবাড়ীর আলাদিপুর এলাকায় এসেছি। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সাপ খেলা দেখিয়ে টাকা উপার্জন করি। আমার ভাতিজা তাফসিরুল ঈদের জন্য একটি প্যান্ট কিনেছিল। সেটা একটু বড় হওয়ায় ইফতারের পর সাইকেল চালিয়ে আলাদিপুর বাজারে দর্জির দোকানে গিয়েছিল ঠিক করতে। ফেরার পথে পেছন থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]