খাগড়াছড়িতে দেড় শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৬:০২
খাগড়াছড়িতে দেড় শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপনে দেড় শতাধিক অসহায় দুস্থ অসচ্ছল পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স এর আয়োজনে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ঈদ উপহার সামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি।


এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন,দীঘিনালা জোনের মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান,কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন,সাংবাদিক মো. সোহেল রানা প্রমুখ।


দীঘিনালা জোন থেকে ঈদ উপহার পেয়ে সোহবার হোসেন বলেন, প্রতি বছর ঈদের আগে জোনের আর্মিরা আমাদের গরিব দুঃখীদের জন্য ঈদ করা জন্য সেমাই, চিনি, গুড়া দুধ, নুডুলস, তেল ইত্যাদি দেয়। আর্মিদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ।


ঈদ উপহার তুলে দিয়ে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এলাকায় অসহায় দুস্থদের ঈদ উপহার প্রদান করা হয়। যাতে করে গরীব অসহায় দুস্থ পরিবার গুলো একটু ভালো ভাবে ঈদ করতে পারে।


এছাড়াও দীঘিনালা জোনের সেনাবাহিনী পক্ষ থেকে এলাকার অসহায়দের মাঝে ঈদ,ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানেও সহযোগিতা করা হয়। আত্ম-মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বিবার্তা/মামুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com