
পাবনায় জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৩ টা থেকে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে শুরু হয় বক্তব্য পর্ব। এ পর্বে জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ এমন কথা বলায় মুক্তিযোদ্ধাদের একটি অংশ উত্তেজিত হতে শুরু করেন। তারা ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে হট্টগোল করতে থাকেন। একই সাথে ভুয়া ভুয়া বলে প্রতিবাদ করেন।
হট্টগোল চলতে থাকলে বিএনপি নেতা মাসুদ খন্দকার মঞ্চ থেকে নেমে দর্শক আসনের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা যেখানে বসে ছিলেন সেখানে এসে বসেন। এসময় আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা শান্ত হন। পরে জেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠানের কার্যক্রম শেষ করে দেন।
তবে এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম বলে, তেমন কিছু হয়নি। একজন রাজনৈতিক নেতার বক্তব্য দেয়ার সময় তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। এসময় অপর একজন শ্রোতা সেই বক্তের প্রতিবাদ করেছেন। এর পরে অনুষ্ঠান স্বাভাবিক ভাবে চলেছে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]