
খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।
স্থানীরা জানায়, ইফতারির পর পর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬/৭টি মোটরসাইকেলে কয়েকজন এসে যুবককে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। তারা চলে যাওয়ার আগ মুহূর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দু’টি গুলি নিক্ষেপ করে। তাদের দু’টি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাম পায়ের তিনটি স্থানে, ডান হাতের কব্জিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডান ও বাম পায়ের উরুতে দু’টি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত কামাল মাদক মামলার আসামি। তার বিভিন্ন অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]