লোহাগড়ায়
চাঁদার দাবিতে নির্মাণকাজে বাধার অভিযোগ, সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:৪৬
চাঁদার দাবিতে নির্মাণকাজে বাধার অভিযোগ, সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় ১০ লক্ষ টাকা চাঁদার দাবিতে বাড়ির নির্মাণকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় লোহাগড়া থানায় জিডি এবং আদালতে মামলা দায়ের হয়েছে।


মামলা ও জিডি সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কলেজ পাড়া গ্রামের এ্যাডভোকেট কামরুজ্জামান কচি তার নিজেস্ব(হোল্ডিং ১০৯/০০১) জমিতে পৌরসভা থেকে ভবনের নক্সা অনুমোদন নিয়ে দুইতলা বিশিষ্ট ভবনের কাজ শুরু করেন। তিনি ঢাকায় অবস্থান করায় ভবন নির্মানের কাজ তত্ত্বাবধায়ন করার সাইট ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিঃ তাইবুল হাসান কে নিয়োগ দেন। নির্মাণকাজ চলাকালীন অবস্থায় গত ০১ মার্চ দুপুরে লোহাগড়ার মৃত জহুরুল হকের ছেলে অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হক সবুজ নির্মানাধীন কাজের সাইটে যেয়ে কর্মরত শ্রমিকদের বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয় এবং নির্মান সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।


এ সময় সিকিউরিটির দায়িত্বে থাকা রকিবুল ইসলামকে কিল ঘুষি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাইট ইঞ্জিনিয়ার তাইবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওবায়দুল হক সবুজ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে বাড়ির মালিক তোর উকিল বাপ কচি কে বল ১০ লক্ষ টাকা চাঁদা দিতে, না হলে কাজ বন্ধ থাকবে। নেক্সট টাইম তোকে এখানে দেখলে হাত-পা ভেঙ্গে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।


এ ঘটনায় ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বাদী হয়ে গত ৪ মার্চ আমলী আদালতে এমপি ৩২/২৫ (এল) মামলা করেন। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে ওবায়দুল হক সবুজ গত ১৪মার্চ পুনরায় মামলার বাদী ও স্বাক্ষীদের বিভিন্ন মামলায় ফাঁসানোসহ জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়।


এঘটনার পর ভুক্তভোগী এ্যাডভোকেট কামরুজ্জামান কচি ও তার সহযোগীরা লোহাগড়া থানায় চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লোহাগড়া থানার জিডি নং-৭৩১, ৭৩২, ৭০৩,৭৩৪ তারিখ, ১৫/০৩/২০২৫।


ভুক্তভোগী আইনজীবী এ্যাডভোকেট কামরুজ্জামান কচি জানান, অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হক সবুজ সেনাবাহিনীতে চাকরির সময় আর্থিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের কারণে ২০০৮ সালে চাকরি থেকে অব্যাহতি পান। এরপর থেকেই তিনি নানা ধরনের অনৈতিক কাজ করে যাচ্ছেন। আমিসহ ভুক্তভোগীরা অভিযুক্ত মেজর (অব:) ওবায়দুল হকের শাস্তির দাবি জানান।


অভিযুক্ত অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা ওবায়দুল হক সবুজ এর বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করে পাওয়া যায়নি।


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সাবেক সেনা কর্মকর্তার ওবায়দুল হক সবুজ এর বিরুদ্ধে থানায় একাধিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com