
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ির অরণিমা কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা কাউছার আজিজী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা ড. বেলাল নুর আজিজী। এছাড়া খাগড়াছড়ি জেলা জামায়াত এর আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন মঞ্চে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই করা হবে। তারা ছাড় পেলে দেশ ও জাতির কাছে এই জাতি কলঙ্কিত হবে বলেও তিনি মন্তব্য করেন। ফ্যাসিস্টদের কোন ছাড় না দিয়ে ঐক্যবদ্ভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্বরোপ করে ঐক্যের সৃষ্টি হলে কোন অন্যায়কারী বাংলার জমিনে ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। পরে দেশ জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু তালেব,জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় সংগঠক মনজিলা ঝুমা, গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা এতে অংশ নেন।
বিবার্তা/আল-মামুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]