কৃষকদল নেতাকে গলা কেটে হত্যা
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:৩৪
কৃষকদল নেতাকে গলা কেটে হত্যা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতের নাম নাছির উদ্দিন (৪০)। তিনি ওই এলাকার নাছিরের নতুন বাড়ির মৃত কবির আহমদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন তার নিজ বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।


ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, যে অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে তা এতই ধারালো যে, এক কোপেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিএনপি, কৃষকদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ‘এ ঘটনা কারা ঘটিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ছুটে গেছে। তারা মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের প্রক্রিয়া চালাচ্ছেন।


সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে কারা জড়িত বের করা হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com