চট্টগ্রামে স্কাউটসের নেতৃত্বে পরিবর্তন: সহ-সভাপতি জিয়া হাবীব আহসান
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:২৩
চট্টগ্রামে স্কাউটসের নেতৃত্বে পরিবর্তন: সহ-সভাপতি জিয়া হাবীব আহসান
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ১৩তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি পদক ও সনদপ্রাপ্ত (ফার্স্ট ব্যাচ-১৯৮০) প্রাক্তন প্রেসিডেন্ট স্কাউট লিডার ও সিনিয়র আইনজীবী জিয়া হাবীব আহসান। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিবও।


মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।


এতে ইন্সট্রাক্টর পিটিআই (অব.) স্কাউটার জাকের আহমদ (এল টি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবের সমর্থনে নিজ প্রার্থিতা প্রত্যাহার করায় সর্বোচ্চ ভোটে কমিশনার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ।


নির্বাচনে অপর দুই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিডার ট্রেনার পার্থ প্রতিম দাশ ও লিডার ট্রেনার মোহাম্মদ জসিম উদ্দীন। এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন লিডার ট্রেনার খায়রুজ্জামান চৌধুরী (পিএস), সম্পাদক হয়েছেন এস এম শাহনেওয়াজ আলী মির্জা এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উড ব্যাজার মো. ইমরান হোসাইন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিনজন কাউন্সিলর প্রতিনিধি ও লিডার ট্রেনার প্রতিনিধি হলেন—বান্দরবান জেলা শিক্ষা অফিসার আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম ও আ ন ম আজগর হোসাইন।


কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আমিন রুবেল ও রিয়াজুল করিম।


উদ্বোধনী ও প্রধান অতিথির বক্তব্য


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর সাবেক প্রধান জাতীয় কমিশনার ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ ফজলুর রহমান।


এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের এডহক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ফারুক আহমেদ।


এছাড়াও স্কাউটের আঞ্চলিক পৃষ্ঠপোষক ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অন্যান্য গুরুত্বপূর্ণ উপস্থিতি


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডহক কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সদস্য প্রফেসর ফজলুল কাদের চৌধুরী (লিডার ট্রেনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল), নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আকতার হোসেনসহ লিডার ট্রেনাররা।


সভার কার্যক্রম ও সিদ্ধান্ত


সুশৃঙ্খল ও পরিপাটি স্কাউট পোশাকে বিপুল সংখ্যক কাউন্সিলর ও স্কাউট লিডারদের উপস্থিতিতে স্কাউট প্রার্থনা সংগীতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। সভায় বিগত কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, অডিটর নিয়োগ, নিজস্ব বহুতল স্কাউট ভবন প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


বিবার্তা/জাহেদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com