উল্লাপাড়ায় ভিজিএফের চাল চুরি, পুলিশ হেফাজতে ইউপি সচিব
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:১৭
উল্লাপাড়ায় ভিজিএফের চাল চুরি, পুলিশ হেফাজতে ইউপি সচিব
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিজিএফ এর ১৬ বস্তা (৮০০ কেজি) চাল ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে পাওয়া গেছে ।


মঙ্গলবার (২৫ মার্চ) উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। জানা যায় স্লিপের মাধ্যমে ২৪শ ৮৩ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করার কথা থাকলে এরমধ্যে ২২৩ জন সুবিধাভোগী চাল পায়নি।


পরবর্তী ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় চাল ফুরিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্লিপধারী হতদরিদ্র মানুষের সাথে ইউনিয়ন পরিষদ সচিব হেলাল উদ্দিন এর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।


এক পর্যায়ে বাঙালা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২ টি কক্ষ থেকে সাদা বস্তা ভর্তি ৮০০ কেজি চাল পাওয়া যায়।


অভিযোগ উঠেছে ২২শ কেজি চাল এর মধ্যে ৮০০ কেজি পাওয়া গেলেও ইউপি সচিব হেলাল উদ্দিন আগেই ১৪ শ কেজি চাল সরিয়ে ফেলেছে।


পরবর্তী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর ইসলাম মগুল জানান ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় উদ্ধারকৃত চাল এবং ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনকে থানায় নিয়ে আসে।


বাঙলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল জানান ২২৩ জন স্লিপধারী হতদরিদ্র চাল না পাওয়া ইউনিয়ন প্রশাসক এর সহায়তায় পরিষদের কক্ষগুলো তল্লাশি করে ৮শ কেজি চাল পাওয়া যায়। তবে ২২শ কেজি চাল থাকার কথা।


উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান চাল থানায় নিয়ে আসা হয়েছে এরসাথে ইউপি সচিবকে থানা হেফাজতে রেখে জিজ্ঞেসবাদ করা হচ্ছে। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান চাল চুরির সাথে যে জড়িত তার নামে থানায় নিয়মিত মামলা করা হবে। ইউপি সচিবকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com