শ্রীবরদীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:০৯
শ্রীবরদীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


বুধবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শ্রীবরদী উপজেলা ও শহর ছাত্রদল এ প্রতিযোগিতার আয়োজন করে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী দারুল উলুম লুৎফা আজিজ কওমী মাদরাসার মোহতামিম মুফতি মাহবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন। এতে আরও বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহŸায়ক (ভারপ্রাপ্ত) আপেল, সদস্য সচিব মো. রুকুনুজ্জামান রোকন, শহর ছাত্রদলের আহŸায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব মো. জাকির খান প্রমুখ।


বিজয়ীদের মধ্যে ১ম, ২য়, ৩য় স্থানসহ মোট ১০জনকে পুরষ্কার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সম্মানা ক্রেস্ট, নগদ অর্থ, কুরআন শরীফসহ পুরস্কার বিতরণ করা হয়।


পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহবুর রহমান।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com