
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় যথাযথ মর্যাদায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, পল্লী উন্নয়ন অফিসার মো. গোলাম রব্বানী, আইসিটি অফিসার জান্নাতুন ফেরদৌসী, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ ভয়াল কালো রাতে সার্চলাইট নামে গণহত্যার বিষয়ে আলোচনা করেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]