
কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র খামারীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৪টি গরু লুট করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গাঁপাড়ায় গরু লুটের এ ঘটনা ঘটেছে।
গরু লুট হওয়া ক্ষুদ্র খামারী মাজলুল হকের অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু খুলতে থাকে। এসময় গরুর মালিক মাজলুল হক সহ পরিবারের লোকজন টের পয়ে সন্ত্রাসীদে বাঁধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি এঁড়ে গরু লুট করে নিয়ে যায়। লুট হওয়া ৪টি গরুর মূল্য ৪ লক্ষ টাকা উল্লেখ করে আজ মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন ক্ষুদ্র খামারী মাজলুল হক।
অপরদিকে সোমবার রাতে একই ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিনমজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের একটি গরু চুরি করা হয়েছে। কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা গরুটি সে একবছর ধরে বাড়িতে লালন পালন করে আসছিল।
গরু লুটের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]