সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে সাড়ে ৩ একর বনভূমি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:০৫
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে সাড়ে ৩ একর বনভূমি
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।


রবিবার (২৩ মার্চ) ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বন বিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সাড়ে তিন একর বনভূমি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।


এর আগে শনিবার (২২ মার্চ) সকাল সাতটায় আগুনের সূত্রপাত হয়। আগুন যাতে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য চারপাশে ফায়ার লাইন কেটে ফেলা হয়েছে।


উল্লেখ্য, আগুন লাগার পরপরই দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল। বন বিভাগ জানায়, আগুনের বিস্তার ঠেকাতে আগেই ফায়ার লাইন কাটা হয়েছে। তবে পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে দেরি হয়েছে।


সুন্দরবন সুরক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদুল ইসলাম বলেন, ‘শুষ্ক মৌসুমে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। বন সংলগ্ন এলাকার মানুষকে আরও সতর্ক হতে হবে, পাশাপাশি কর্তৃপক্ষেরও নজরদারি বাড়ানো জরুরি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com