সলঙ্গায় রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০২
সলঙ্গায় রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সচিব ফরিদুল হক মিলন ও প্রশাসক সাইদুর রহমান মুগোল এর বিরুদ্ধে।


স্থানীয়দের অভিযোগ, ইউপি সচিব ফরিদুল হক মিলন ও প্রশাসক সাইদুর রহমান মুগোল নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তারা নিজের ইচ্ছামতো অফিসে আসেন। আর ইউপি সচিব ফরিদু হক মিলন নিজের ইচ্ছা মতো অফিস করেন।


স্থানীয়রা জানান, এতে বিভিন্ন জরুরি সেবা যেমন জন্মনিবন্ধন, সনদ ও অন্যান্য প্রমাণপত্র সংগ্রহে ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। শুধু ইউপি সচিব নিয়মিত পরিষদে আসেন না রামকৃষ্ণপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সাইদুর রহমান মুগোলও মাসে ১/২ দিন আসেন। তার সাক্ষরের জন্য যেতে হয় উপজেলা অফিসে। এর আগেও জাতীয় ও স্থানীয় পত্রিকায় ইউপি সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে।


গত বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায় সচিব ফরিদুল হক মিলন, প্রশাসক সাইদুর রহমান মুগোল ও সহকারী সচিব ইমরান হোসেন অফিস রুমে তালা ঝুলছে। কিন্ত খোলা রয়েছে ডিজিটাল উদ্যোক্তা রুম, রুমে ঢুকতে দেখা যায় চেয়ারে বসে সিগারেট টানছেন দায়িত্বপ্রাপ্ত উদ্যোক্তা রামকৃষ্ণপুর ইউনিয়নের যুবদলের নেতা সাব্বির হোসেনের ছোট ভাই। অফিসে উপস্থিত নাই সাব্বির হোসেন। দেখা মেলেনি ইউপি সদস্যদের সাথেও।


স্থানীয়রা দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের অফিসে নিয়মিত উপস্থিতি ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো উচিত।


এবিষয়ে ইউপি সচিব ফরিদুল হক মিলকে মুঠো ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি গাড়িতে বাসায় যাচ্ছি।


ইউপি সদস্য নায়েব আলী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিস টাইম ঠিকমতো অফিস না কর ও উপরতলায় উদ্দোক্তা সাব্বির হোসেনের ছোট ভাই সোহাগ রুমেবসে সিগারেট খাওয়া মোটেও ঠিক হয়নি তবে তারা কাজটা ভুল করেছে। আপনি আসেন রবিবারে আপনার চায়ের দাওয়াত রইলো।


এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান মুগোল বলেন, আমি তো নিয়মিত পরিষদে যাইনা,৫ তারিখের পর থেকেন উদ্যোক্তা নেই শুধু কম্পিউটার অপারেটর রয়েছে তারপরও আমি দেখছি কেডো গিয়া সিগারেট খায় এতবড় পর্দা। তবে প্রশাসকের এম বক্তব্য পশ্ন হচ্ছে বর্তমান উদ্যোক্তার রুমেকি সাব্বির দল ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করছে,কে এই সাব্বির?


উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com