হলুদ ফুলের রাজ্যে কৃষকের স্বপ্ন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮
হলুদ ফুলের রাজ্যে কৃষকের স্বপ্ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরিষা ফুলের দোলে দুলছে কৃষকের স্বপ্ন প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন হবে এই আশা কৃষকের।


উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সরিষা ফুলের গালিচায় হলুদের সমারোহ যেন দিগন্ত জোর ফসলের মাঠে এ যেনো এক মহান সৃষ্টি কর্তার সুন্দর নিদর্শন দেখলে চোখ ফেরানো যায়না।


উল্লাপাড়া উপজেলার মাঠকে মাঠ জমিতে সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে দেখলেও যেন মনে হয় এযেন এক আল্লাহ তায়ালার অপরুপ সৃষ্টি চোখ জুড়ানো হলুদ ফুলের গালিচায় অপরুপ সৌন্দর্য ।


মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়ানো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মেশানো এক দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত। যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। মৌমাছি ও মৌচাষিরা ব্যস্ত মধু আহরণে।


শীতে নয়নাভিরাম বাংলার চিরায়ত এ দৃশ্য দেখতে ও স্মার্টফোনে ছবি তুলতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করছে উপজেলার বিভিন্ন এলাকায় ।


উল্লাপাড়া উপজেলার অঞ্চলগুলতে কৃষকরা বোরো আমনের লোকসান পুষিয়ে নিতে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এবং অধিক ফলনের সপ্ন বুনছেন ।


উলজেলায় এবছর ২৪৫৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। সরিষা ক্ষেতে চোখ জুড়ানো হলুদ ফুল আকৃষ্ট করছে মৌমাছিদের। পুরো উল্লাপাড়া অঞ্চল যেনো মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মৌচাষিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছে।


কৃষকেরা বলছেন, প্রতিবছরের তুলনার এবছর আবহাওয়া অনুকুলে রয়েছে তাই আমরা এবছর অধিক ফলন ঘরে তুলতে পারবো এবং এবছর ফলনও ভালো আশা করছি লাভও ভালো হবে।


উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলায় এবছর প্রায় সব মাঠেই সরিষার আবাদ হয়েছে এ বছর ২৪৫৭০ হেঃ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে, ৪৩০৫৮ তবে আমরা কৃষি প্রণোদনায় বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলনশীল সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এবছর মধু খামারিরা অনেকেই আসছেন, এরইমধ্যে মৌমাছি বক্স বসেছে তাদেরকে কৃষি কর্মকর্তাগণ মধু উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছেন।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com