হাদির ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২
হাদির ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি’র ওপর সংঘটিত নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল আয়োজন করে।


শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি উপজেলা শহীদ মিনারে শেষ হয়।


মিছিলটি নেতৃত্ব দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শিবলী সাদিক। এসময় উপস্থিত সরাইল উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাকিমুর রহমান ও শিফাত ইসলাম নুর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল সরকারি কলেজ


তাদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।


এসময় মুস্তাকিমুর রহমান বলেন, একজন প্রার্থীকে নির্বাচন সামনে রেখে এভাবে হামলা করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি দাবি করেন, এ ঘটনার দ্রুত বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে।


মিছিলে অংশগ্রহণকারীরা নির্ভেজাল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। সরাইলের তরুণ রাজনৈতিক কর্মীরা জানান যে কোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদল সবসময়ই প্রতিবাদী ভূমিকা পালন করবে।


শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবলী সাদিক বলেন, শরীফ ওসমান হাদি’র ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর বর্বর আক্রমণ। তিনি সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।


প্রতিবাদ মিছিলটি সরাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com