রেকর্ড গড়া জয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৩
রেকর্ড গড়া জয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশকে পেয়ে আরও একবার জ্বলে উঠলেন ফায়সাল খান। তার সেঞ্চুরি ও বাকিদের অবদানে বড় সংগ্রহই গড়ল আফগানিস্তান। চ্যালেঞ্জিং রান তাড়ায় দেড়শ ছোঁয়া উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পরে কিছুটা চাপে পড়লেও, শেষ পর্যন্ত রেকর্ড গড়া জয়ে যুব এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ।


দুবাইয়ে শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষের ২৮৩ রান ৭ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।


যুব এশিয়া কাপের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ভারতের; ২০২১ সালে আফগানদের বিপক্ষেই ২৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।


সব মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের লক্ষ্যে ৬ উইকেটে জিতেছিল তারা।


জয়ের মাঝে কিছুটা আক্ষেপ থাকতে পারে আবরারের। অল্পের জন্য যে সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পাননি তিনি। ৬টি ছক্কা ও ৯ চারে ১১২ বলে ৯৬ রান করেন তিনি।


আবরারের সঙ্গে ১৫১ রানের শুরুর জুটিতে ২ ছক্কা ও ৫ চারে ৬৮ বলে ৬২ রান করেন রিফাত। তিনে নেমে ৪৮ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার মারেন অধিনায়ক আজিজুল হাকিম।


ম্যাচের প্রথমভাগে সব আলো কেড়ে নেওয়া ফায়সাল ৯৪ বলে করেন ১০৩ রান। তার ইনিংসটি গড়া চারটি ছক্কা ও আটটি চারে। বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে ৬ ইনিংসে তিনটি সেঞ্চুরি করলেন তিনি। যুব ওয়ানডেতে কোনো দেশের বিপক্ষে যা যৌথভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।


শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে আট ইনিংসে ভারতের শুবমান গিল এবং ভারতের বিপক্ষে ছয় ইনিংসে পাকিস্তানের সামি আসলামও করেছিলেন তিন সেঞ্চুরি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com