ঈশ্বরদীতে অবৈধ ইট ভাটায় অভিযান, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২২:২৫
ঈশ্বরদীতে অবৈধ ইট ভাটায় অভিযান, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


১০ মার্চ, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান।


এ সময় থানা পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সহোযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন।


দিনভর অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে মের্সাস আদর্শ ব্রিকস ও এস এম চাচা ভাতিজা ব্রিকস মালিককে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা এবং পিডিবি ব্রিকস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় ঈশ্বরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com